জেলা জুড়ে কলস যাত্রা! মোহবনী থেকে মাটি সংগ্রহ শালবনীর নোট মুদ্রণ কেন্দ্র BRBNMPL র CISF এ
শহীদ সাহসী হৃদয়কে সম্মান জানাতে দেশব্যাপী “মেরি মাটি মেরা দেশ” ক্যাম্পেইন শুরু হয়েছিল গত ৯ আগস্ট। যে ক্যাম্পেইন চলবে আগামী ৩০ শে অক্টোবর পর্যন্ত।
তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের শালবনী নোট মুদ্রন কেন্দ্র BRBNMPL এর CISF এর পক্ষ থেকে মেদিনীপুরের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মোহবনী থেকে মাটি সংগ্রহ করা হল।মূলত অমৃত ভাটিকার জন্যই এই মাটি সংগ্রহ।
এইদিন এই মাটি সংগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন শালবনীর নোট মুদ্রণ কেন্দ্র BRBNMPL এর CISF কমান্ড্যান্ট চঞ্চল সরকার,ফায়ারের ইনচার্জ তরুণ দত্ত,বাসুদেব মাজী এবং CISF র ১৫ জওয়ান।
মূলত দেশের ৭৫০০ জায়গা থেকে এই মাটি যাবে দিল্লিতে। এই অমৃত ভাটিকার উদ্দেশ্যেই হল এক ভারত ও শ্রেষ্ঠ ভারত।
Leave a Reply