खड़कपुर लिटिल स्टार योगासन क्लब की ओर से आज रक्षाबंधन उत्सव मनाया गया. इस अवसर पर क्लब की
महिलाओं ने खड़गपुर के एसडीपीओ दीपक सरकार के अलावा खड़कपुर शहर थाना के पुलिसकर्मीके पुलिसकर्मियों को राखी बांधी।
আজ খড়গপুর শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের টাউন সভাপতি মাননীয় বিবেকানন্দ দাস চৌধুরীর (সেন্টু দা) নেতৃত্বে রাখি বন্ধন উৎসব খড়গপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সকল সাধারণ মানুষদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মাননীয় সুজয় হাজরা মহাশয়, খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় এস সূর্য প্রকাস রাও মহাশয়, খড়গপুর পৌরসভার চেয়ারপার্সন মাননীয়া কল্যাণী ঘোষ মহাসয়া, খড়গপুর শহরের প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক শ্রী প্রদীপ সরকার মহাশয়,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মাননীয় নির্মল ঘোষ মহাশয়, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মাননীয় দেবাশিস চৌধুরী মহাশয়, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মাননীয় গোপাল খাটুয়া মহাশয়,পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগরেস শ্রমিক সংগঠনের সহ সভাপতি মাননীয় তপন কুমার সেনগুপ্ত মহাশয়, মাননীয় অসিত বসাক মহাশয়, খড়গপুর শহর শ্রমিক সংগঠন INTTUC সহ সভাপতি মাননীয় দেবাশীষ গাঙ্গুলি মহাশয়, শৈবাল চ্যাটার্জী মহাশয় ,চঞ্চল দত্ত মহাশয় এবং খড়গপুর শহর INTTUC টাউন কমিটির প্রত্যেকটি নেত্তৃত্তরা।
রাখী বন্ধনের মধ্যে দিয়ে খড়গপুরের কৃতীদের সম্বর্ধনা দিল আমারা বামপন্থী খড়গপুর
খড়গপুরের গোলবাজারে আজ সকালে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করল আমরা বামপন্থী খড়গপুর। পথ চলতি মানুষদের গোলবাজারের স্থিত দোকানদার গ্ৰাহকদের রাখী পড়িয়ে সম্প্রতির বার্তা প্রচার করা হয়।
এর সঙ্গে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মাস্টার্স এ্যথেলেটিক মিটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খড়গপুর শহরের ৭জন প্রতিযোগীকে সম্বর্ধনা দেওয়া হয়। ৪০বছরের উর্ধ্বে পুরুষ মহিলারা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছিলেন। আজ সম্বর্ধিত প্রতিযোগীদের মধ্যে ৫জন মহিলা ২জন পুরুষ ছিলেন। যারা বিভিন্ন বিভাগে সোনা, রুপো, ব্রোঞ্জ পদক পান। প্রতিযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন– রীনা বেরা, নূপুর ভট্টাচার্য, নূপুর রায়, লিলি বেরা, প্রভাবতী মান্না ঘোষ, সুখদেব ঘোষ, সখেন্দু চক্রবর্তী। তাদের সম্বর্ধিত করে আমরা বামপন্থীর সম্পাদক অনিল দাসা, প্রহ্লাদ পোদ্দার, অমিতেষ কুন্ডু, শিপ্রা মন্ডল।
Leave a Reply