खड़गपुर रेलवे मुख्य अस्पताल व चांदमारी अस्पताल में मनाया गया नर्स डे

 

খরগপুর রেলওয়ে হাসপাতালে নার্স ডে পালন করা হয়
প্রথমে প্রদীপ জ্বালিয়ে উৎসবে সূচনা করা হয়।
তারপর প্রত্যেকের হাতে মোমবাতি জ্বালিয়ে শপথ বাক্য পাঠ করেন।
উপস্থিত ছিলেন সিএমএস ডাঃ এস কে বেহারা। এরপর সাইন্টিফিক সেখানে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়.

 

শপথ বাক্য পাঠ করার পর অনুষ্টানেই খড়গপুর লিটল স্টার যোগাসন ক্লাবের পক্ষ থেকে নার্স দিদিদের শুভেচ্ছা জানান চন্দ্রা বিশ্বাস

আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হলো খরগপুর মহাকুমা হাসপাতালে। প্রদীপ জ্বালিয়ে নার্স দিদিদের সঙ্গে সামিল হয়ে সমবেত সঙ্গীতের মাধ্যমে
খরগপুর লিটল স্টার যোগাসন ক্লাবের সদস্যরা নার্স দিদিদের শুভেচ্ছা জানালেন।
নার্স দিদিরা কেউ আবৃত্তি কেউ গান শুনিয়ে অনুষ্ঠান টি আনন্দে ভরিয়ে তুললেন।


মহাকুমা হাসপাতালে নার্সিং স্কুলের অধ্যক্ষ আলেয়া মন্ডলের পরিচালনায় স্বাস্থ্য বিষয়ক নাটক গান নাচের মধ্যে দিনটি পালন করে মহাকুমা হাসপাতালের কর্মরত নার্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *