पंचायत चुनाव के पूर्व कांग्रेस ने खोला पार्टी कार्यालय, लोकसभा चुनाव के लिए भाजपा की ओर से मलिंचा में दीवार लेखन शुरू

0
IMG_20230518_034031

খড়্গপুর ২২৮ বিধানসভা কেন্দ্রের ৪ নং অঞ্চল, কলাইকুন্ডা র কপোতিয়া গ্রামে জাতীয় কংগ্রেসের একটি নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। একই সাথে এই অঞ্চলের প্রায় দুইশত মানুষ, বর্তমান পশ্চিমবঙ্গের শাসকদল , আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দূর্নীতি, স্বজনপোষণ, সামগ্রিক উন্নয়নে ব্যর্থতা, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে চুরি ইত্যাদির প্রতিবাদে এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষে স্থানীয় তৃণমূল নেতা জনাব ফারুক মল্লিকের নেতৃত্ত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস এর সভাপতি AICC সদস্য মান্যবর সমীর রায় মহাশয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। কার্যালয়ের সামনে কংগ্রেসের পতাকা উত্তলন করে তিনি বিজেপি ও তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জেলা কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান শ্যমল ঘোষ মহাশয়, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও খড়গপুর শহর কংগ্রেসের পর্যবেক্ষক বুদ্ধদেব ভট্টাচার্য্য, জেলা মহিলা কংগ্রেসের সভানেতৃ ও খড়গপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড এর কাউন্সীলর রীতা শর্মা, জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শেখ শাজীদ সহ ত্রিপতী ব্যানার্জী, মহম্মদ সোয়েব, সেখ আমজাদ প্রমূখ জেলা কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ত্ববৃন্দ। সন্মানীয় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বর্তমান সামাজিক অবক্ষয় এর জন্য বর্তমান শাসকদলকে দায়ী করেন এবং সুশাসনের জন্য কংগ্রেসের বিকল্প আর কোনো দল নয় বলে বক্তব্য রাখেন।

लोकसभा चुनाव के लिए भाजपा की ओर से मलिंचा में दीवार लेखन शुरू

आज दिनांक 17/05/2023 मेदिनीपुर लोकसभा चुनाव के लिए उत्तर मंडल 1 खड़गपुर सदर में 2024 अबकी बार बीजेपी सरकार, अबकी बार मोदी सरकार। दीवाल लेखन प्रदेश के श्री प्रताप बनर्जी और मेदिनीपुर जोन इंचार्ज लखी कांत साहू  द्वारा किया गया।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed