चांदमारी अस्पताल में स्वास्थ्य साथी कार्ड से इलाज ना हो होने से क्षुब्ध आमरा वामपंथी ने सुपरिटेंडेंट को दिया ज्ञापन

 

খড়গপুর মহকুমা হাসপাতাল অবস্থা বেহাল।
গত ৩রা ডিসেম্বর “আমরা বামপন্থী” খড়গপুর চাঁদমারী হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন দিয়েছিল। কিছু সমস্যার সমাধান হলেও আরো দুরবস্থা হয়ে গেছে হাসপাতালের।
১) গত ৩১শে জানুয়ারি থেকে হাসপাতালে স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ হয়ে গেছে। বেসরকারি প্যাথলজির বকেয়া বিল না মেটানোয় স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ।
২)হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থার পাইপলাইন, জলের ট্যাঙ্ক তৈরি হয়ে গেলেও তা এখনো চালু করা হয়নি। বিভিন্ন হাসপাতালের অগ্নিসংযোগের ঘটনা দেখেও শিক্ষা নেয়নি মহকুমা হাসপাতালের প্রশাসকরা।
৩)খড়গপুর শহরের ২প্রান্তে ২টি জাতীয় সড়কের দুর্ঘটনায় আক্রান্ত রোগীদের জন্য মহকুমা হাসপাতালে তৈরি ট্রমা সেন্টার গোপনে বন্ধ করা হয়েছে।
৪)হাসপাতালের যত্রতত্র এখনো নোংরা, বাথরুম গুলি নিয়মিত পরিস্কার করা হচ্ছে না।
৫)OPDতে পর্যাপ্ত ঔষধ নেই, নায্য মূলের ঔষধ দোকানেও সব ঔষধ পাওয়া যায় না।
সহ অন্যান্য দাবিতে আজ আবার “আমরা বামপন্থী” খড়গপুর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় হাসপাতাল সুপারকে। হাসপাতালের এই সমস্যার সমাধানের দাবী সনদ আগামীদিনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *