শত শত শহীদের আত্মদান ও রক্তের বিনিময়ে ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতার ৭৫ বছর পর আজও দেশের নাগরিকদের অর্জিত অধিকারগুলি রক্ষা করার ব বদলে রাষ্ট্র তা ক্রমাগত হরন করছে।
স্বাধীনতার এত বছর পরেও দেশের নাগরিকদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে সরকারগুলি ব্যর্থ হয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করাতো দূরের কথা ক্রমাগত নাগরিকদের
অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার হরণ আজকে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রের সমালোচনা ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ক্রমাগত খর্ব করা হচ্ছে। দেশের বহুত্ববাদ, সংস্কৃতিকে অগ্রাহ্য করা হচ্ছে। দেশজুড়ে অসহিষ্ণুতা বাতাবরণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম মুখ স্ট্যান স্বামী, ভারাভারা রাও, গৌতম নওলখা, তিস্তা শেতলবাদ, সাংবাদিক সিদ্দিকী কাপ্পান ও মোহাম্মদ জুবের প্রমূখ সাংবাদিকদের স্বাধীনতাকে হরণ, কারাবন্দি করা, মিথ্যা মামলা দেওয়া, প্রভৃতির ঘটনায় দেশের গণতান্ত্রিক পরিসর ক্রমাগত সংকুচিত হয়ে পড়েছে বলে সভার মুল বক্তা *সিপিডিআরএসের অর্থ সচিব জ্ঞানতোষ প্রামানিক* তার বক্তব্যতে তুলে ধরেন। তিনি রাষ্ট্র রাজনৈতিক বিরুদ্ধাচরণের কণ্ঠস্বরকে যেভাবে দমন করছে তার তীব্র সসমালোচনা করেন। এবং এই প্রবনতা দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত মারাত্মক। বলে সভার বক্তা *জজকোর্ট এর আইনজীবী আশোক কুমার মণ্ডল* মনে করেন। এই দিনের সভায় বক্তব্য রাখেন *অধ্যাপক মঙ্গল নায়ক ও আইনজীবী সমির রায়, সভায় সভাপতিত্ব করেন প্রবিন নাগরিক অজিত দাস।* সভা পরিচালনা করেন শিক্ষক *মানস রানা।*
Leave a Reply