sermu demonstrated against central governments nmp policy

kharagpur, on Thursday throughout India, AIRF & Men’s Union activists organized a nationwide protest,demonstration, awareness programme at every unit, each depot, every shed, each workshop against the contractarization of Railway jobs & against the plan to handover of stations – trains – railway routes – stadiums – lands to corporates. Present ruling regime of India gave fancy name of this project of selling of Railway, named *NMP – National asset Monetization Pipeline*, but who is going to get benefits of this selling/handover? Few crony friends of present ruling regime will get benefits, we the people will suffer as traveling will be more costly, example 1) Platform ticket is already 30/40/50 at various stations.
example 2) Train tickets already costly than earlier, after this it will be more costly.
All the people will suffer by paying more & more to the private operators of Railway assets.
Today KGP Divn. DCO cum Additional General Secretary of Men’s Union Sri Biswajit Laha & Assistant General Secretary Sri Avijit Mallik addressed the mass gathered at Kharagpur DRM office. Many women & men workers gathered at 17 hrs. to show the anger – protest – demonstration against this plan to handover of Railway to cronies.

मुद्रीकरण के खिलाफ रेलकर्मियों में भारी आक्रोश, राष्ट्रव्यापी विरोध दिवस मनाया, सरकार को दी चेतावनी !

आज दिनांक 08/09/2021 को। AIRF के निर्देश पर भारत के तमाम रेलवे क्षेत्र में NMP के नाम पर रेलवे के साथ अन्य  कई राष्ट्रीय सम्पत्तियो़ बेचने के खिलाफ चेतावनी दिवस मनाया गया । खड़गपुर वर्कशॉप में भी पूरे जोश के साथ चेतावनी दिवस कामरेड के.कृष्णा राव और कामरेड अजित घोषाल के नेतृत्व में  जिसमें जिसमें एजीएस सुकांत मल्लिक सहित अन्य वरिष्ठ नेताओं एवं कार्यकर्ताओं ने भी भाग लिया।

আজ 08/09/2021 অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশানের ও দক্ষিন পূর্ব রেলওয়ে মেন্স ইউনিয়নের ডাকে খড়্গপুর রেলওয়ে ওয়ার্কশপ এর সি.এম.ই গেটের সামনে “চেতাবনী দিবস ” উপলক্ষে সারাদিন ব্যাপি ধর্নার আয়োজন করা হয়েছে। ইউনিয়ন এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জাতীয় মুদ্রীকরন নীতির(NMP) নামে রেল, বিমা, ভেল, সেইল, ব্যাঙ্ক, প্রতিরক্ষা সহ সমস্ত রাস্ট্রীয় ক্ষেত্রের ব্যাপক বেসরকারীকরণ ও তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আজকের প্রতিবাদ। নেতৃত্বে কমঃ অজিত ঘোষাল ও ওয়ার্কশপ নেতৃবৃন্দ।
একই ভাবে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন ওপেন লাইন খড়্গপুর ব্রাঞ্চ ওয়ান এর পক্ষ থেকে ডিজেল লোকো শেডে একটি বড়ো শ্রমিক সাধারণ সভা ( চা বিরতিতে) সংগঠিত হয়, প্রায় তিন শতাধিক রেলওয়ে শ্রমিক ও কন্ট্রাক্টর শ্রমিক এই সভায় যোগদান করে এই সভাকে সফল করলেন।
নেতৃত্বে ছিলেন এস.আর.এম.ইউ. এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমঃ সুকান্ত মল্লিক এছাড়াও বক্তৃতা রাখেন ব্রাঞ্চ সেক্রেটারি কমঃ শংকর মিত্র।
ওপেন লাইন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এর পক্ষ থেকে বিকেল পাঁচটায় এডিএন অফিসের সামনে একটি সাধারণ সভা সংঘঠিত হয় । নেতৃত্বে ছিলেন ব্রাঞ্চ সম্পাদক জি. গৌতম ও অন্যান্য ব্রাঞ্চ নেতৃবৃন্দ। এছাড়াও সাঁতরাগাছি সহ সমস্ত সাউথ ইস্টার্ন রেল জুড়ে এই ” চেতাবনী দিবস ” পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Shares
  • 0 Facebook
  • X (Twitter)
  • LinkedIn
  • Copy Link
  • Email
  • More Networks
Copy link