Free Spectacles distribution organised by Kharagpur Oxford Convent High School (A unit of Sankalp Public Charitable Trust) in association with ANUGRAHA MINISTRY held on 13th November 2023
The check up camp held on 21 st September 2023 .168 candidates were given free Spectacles.
Mr.Aloke Arick,Mr Lawrence marrian,Mr. B.Murlidhar Rao (councillor ward no 15) Mrs Punam Sharma,Mrs Saraswati Sharma,Soma Dubey and Tarak nath Dubey with Tarun Roy, Sanchita Roy, Pratima Das Nagendra Kumar attended the programme..
The members of literacy cell of kharagpur municipality was also present in this noble cause.
PHOTOS OF AWARENESS CAMP ORGANISED BY KHARAGPUR ASATTORAN PRATIBANDHI FOUNDATION IN NARAYANGARH BLOCK ON 12/11/2023
গত ইং ১২/১১/২৩, রবিবার সকাল ১০-০০টায়, নারায়ণ গড় ব্লকে ৬নং অঞ্চলে,খলিসা গেড়িয়া গ্ৰাম সভায়,শ্যামল মিশ্র ও নিমাই দাসের উদ্যোগে এবং খড়্গপুর আশাত্তোরণ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সহযোগিতায় তরুণ সংঙ্ঘ ক্লাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে বিশেষ স্বচেতনা শিবির অনুষ্ঠিত হয়েছিল গেল। বিভিন্ন গ্ৰাম থেকে আসা প্রায় ৭০-৭৫ জন প্রতিবন্ধী ভাই ও বোনেরা উপস্থিত হয়েছিল। এছাড়া ও উপস্থিত ছিলেন গ্ৰাম সদস্যা,সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। সংগঠনের সভাপতি মহাদেব মণ্ডল, ও সংগঠনের কর্ণধার বিজয় বেরা মহাশয়। তিনি কেন্দ্রীয় সরকারের,২০১৬ সালে পাশ হওয়া প্রতিবন্ধীদের নূতন অধিকার আইনে( RPWD-Act-2016)তে কত ধরনের প্রতিবন্ধকতার কথা বলা আছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কি কি সুবিধা পাওয়া যাবে এবং কেন্দ্রীয় সরকারের UDID Card সম্পর্কে আলোচনা করেন।যে সব প্রতিবন্ধকতা মানুষদের সংশাপত্র এখনো হয়নি, সংগঠনের পক্ষ থেকে তাদের সংশাপত্র করানো উদ্যোগ নেয়া হবে বলে জানান।
Leave a Reply