Rahul Gandhi ka Loksabha seat cancle karke ke liye aaj Inda more me Virodh kiya Youth Congress ke taraf se.
Ujjal Mukherjee Dist Youth Congress President Amit Sharma Kharagpur Town Yourh Congress President Debasish Ghosh,Madhu Kami Kharagpur Town Congress President Tapan Bose, Baapi Sarkar, B.Kalabati, Choton Sen, Alokesh Mahapatra,Bhola Rajen,Konis,Kalipada Nayak.
গতকাল রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজের প্রতিবাদে আজ ২৫।৩।২৩ সন্ধ্যে ৬।৩০ এ পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা কংগ্রেস আয়োজিত খড়গপুর রেলওয়ে ষ্টেশনের সামনে বোগদায় একটি প্রতিবাদ সভার আয়োজন হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— জেলা কংগ্রেস এর সহ সভাপতি ডি. এন . শিং,
কোষাধক্ষ্য সূর্য্য বেরা, সম্পাদক অমর চ্যাটার্জী, যুব কংগ্রেস এর সহ সভাপতি সৈকত বেরা। উপস্থিত ছিলেন ত্রিপতি ব্যানার্জী, মহম্মদ সোয়েব সুশান্ত রাউৎ সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ত্ববৃন্দ এবং মহিলা কংগ্রেস এর সদস্যগন। পথসভাটি পরিচালনা করেন জেলা কংগ্রেস এর সাধারণ সম্পাদক ও খড়গপুর শহর কংগ্রেস এর পর্যবেক্ষক বুদ্ধদেব ভট্টাচার্য্য।।
Leave a Reply