खड़गपुर कालेज का है 73 वां स्थापना दिवस मना, रक्तदान व विभिन्न प्रतियोगिता किए गए आयोजित, विजेताओं को किया गया पुरस्कृत

खड़गपुर कालेज का है 73 वां स्थापना दिवस  के अवसर पर रक्तदान व विभिन्न प्रतियोगिता  आयोजित किया गया व विजेताओं को किया गय पुरस्कृत किया गया। इस अवसर पर एसडीओ अजमल हुसैन खड़गपुर कॉलेज केे प्राचार्य बीके सामंत व अन्य उपस्थिति थे।

73 তম প্রতিষ্ঠা দিবস ও রক্তদান শিবির

গত 5 ই সেপ্টেম্বর খড়গপুর কলেজ হিমাংশু ভূষণ হলে আয়োজিত হলো খড়গপুর কলেজ এর 73 তম প্রতিষ্ঠা দিবস তথা পুরস্কার বিতরনী অনুষ্ঠান। কোভিড মহামারীর কথা মাথায় রেখে তিন দিন যাবৎ বিভিন্ন প্রতিযোগিতা , রক্তদান শিবির ও পরিশেষে এ দিন চুড়ান্ত অনুষ্ঠান আয়োজিত হয়। এর আগে খড়গপুর কলেজ উন্নত ভারত অভিযান ইউনিট, শিক্ষা সংসদ এবং শিক্ষা সংসদ সাংস্কৃতিক সাবকমিটি র উদ্যোগে আয়োজিত হয় পোস্টার মেকিং,ভিডিও মেকিং,প্রবন্ধ রচনা,পোস্টার ড্রইং প্রতিযোগিতা। পরের দিন আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির।এদিন এন.এস.এস, এন.সি.সি,এবং অল্যুমনি অ্যসোসিয়েশন এর উদ্যোগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাংকের সহযোগিতায় 14 জন ছাত্রী সহ 52 জন ছাত্র ও শিক্ষক রক্তদান করে।পরিশেষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের সুন্দর দিনে আয়োজিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহকুমা শাসক আজমল হুসেন। ছাত্র ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠানের মধ্যে পালিত হয় শিক্ষক দিবস। কলেজের ছাত্র ছাত্রী ও এন.এস.এস এর উদ্যোগে পরিবেশিত হয় নৃত্য ও সংগীতের এক ঝলক । শুরু হয় পুরস্কার বিতরণী কার্যক্রম।প্রায় নব্বই জন ছাত্র ছাত্রী কে প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য তুলে দেওয়া হয় পুরস্কার ও সংশাপত্র। ইয়াং টিচার অফ দি ইয়ার পুরস্কার প্রদান করা হয় ডক্টর ইন্দ্রনীল চক্রবর্তী, ডক্টর বিকাশ ঘোষ,এবং ডক্টর জগমোহন আচার্য মহাশয় কে। শিক্ষা কর্মীদের মধ্যে পুরস্কৃত হন রাজারাম মুর্মু, রাতনলাল ঘোষ,রাধেশ্যম খামরুই এবং সুভাষ চন্দ্র দে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর বিদ্যুৎ সামন্ত, অধ্যাপিকা শুক্লা সাহা মণ্ডল, অধ্যাপক রঞ্জিত কুমার বিশ্বাস, বিমল কৃষ্ণ দাস,প্রদীপ গায়েন, অবিনাশ সেনগুপ্ত,চিন্ময় মণ্ডল,সেক আনিসুর রহমান,সুব্রত পড়িয়া প্রমুখ ছাড়াও কলেজের বহু শিক্ষাকর্মী।কোভিড বিধি মেনেই একদিনের অনুষ্ঠান কে চার দিন ধরে পর্যায়ে ভাগ করে পালিত হওয়ায় জমজমাট না হলেও সাদামাটা ভাবে প্রতিষ্ঠা দিবস সার্থক রূপে সফল হয়েছে এটাই কালপযোগী তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Shares
  • 0 Facebook
  • X (Twitter)
  • LinkedIn
  • Copy Link
  • Email
  • More Networks
Copy link