खड़गपुर कॉलेज का प्लेटिनम जुबली समारोह मनाया गया








অর্ণব ত্রিপাঠি: খড়গপুর:- ২০২৩ এর ২৯ আগষ্ট খড়গপুর কলেজের পঁচাত্তরতম বর্ষ সূচনা হয় সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে। কথামতো একবছর পরে প্লাটিনাম জুবলির পূর্তি উৎসব উদযাপিত হওয়ার কথা। সেই মতোই সারাবছর ধরে সেমিনার, রক্তদান শিবির, বিল্ডিংয়ের মেরামতি, নতুন রঙে রাঙিয়ে তোলা হয় কলেজের দেওয়াল। এর মধ্যেই ন্যাক টিমের পরিদর্শন তারিখ নির্ধারিত হয়। ব্যাস পিছিয়ে গেলো ৭৫ তম বর্ষের পূর্তি অনুষ্ঠান। যাইহোক দেরীতে হলেও মহাধুমধামের মধ্যে দিয়ে গত ১২ই এপ্রিল কলেজ প্রাঙ্গনে আয়োজিত হলো খড়গপুর কলেজ ৭৫ তম বর্ষ পূর্তি অনুষ্ঠান।

সকাল সাতটায় খড়গপুর কলেজ থেকে ইন্দা সূর্যসেন মোড় হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয় কলেজে প্রধান ফটকে। গানে কথায় ভরা এই শোভাযাত্রার শেষে কলেজের পতকা উত্তোলন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর উপচার্য দীপক কুমার কর। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড.বিদ্যুৎ কুমার সামন্ত সহ কলেজের প্রায় সমস্ত ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষকর্মী,অসংখ্য প্রাক্তনী বৃন্দ। পতাকা উত্তোলনের পর বিভিন্ন অতিথিবৃন্দ কলেজ চত্বরে স্থাপিত বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন। এরপর সারাদিনের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয় সুসজ্জিত মুক্তমঞ্চে।

প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপাচার্য মহাশয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও,খড়গপুর গ্রামীন বিধায়ক দিনেন রায়, খড়গপুর এর বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, খড়গপুর পুরপ্রধান কল্যাণী ঘোষ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ সহ বহু প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। আয়োজিত হয় প্রাক্তনীদের মিলন উৎসব। 25 থেকে 85 বিভিন্ন প্রাক্তনীদের স্মৃতিচারণ বর্তমানদের আপ্লুত করে। এই সাথে এদিন কলেজের ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা, কলেজ কর্মী, ও প্রাক্তনীদের লেখা “স্মরণিকা” প্রকাশিত হয়। সঙ্গে শুরু হয় কলেজের ছাVত্র ছাত্রীদের পরিবেশিত নাচে গানে ভরা একটি সংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে কলেজের পঠন পাঠনের পরিবেশ, সুইমিংপুল,স্নাতকস্তরের সাথে সাথে স্নাতকোত্তর স্তরের তিনটি বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রসংশা করেন। ৭৫ বছরের নানা উন্নতির দিক নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রতিবেদন পাঠ করেন কলেজের অধ্যক্ষ ড. বিদ্যুৎ কুমার সামন্ত। কলেজের খেলার মাঠের একাংশ জমি দখল হয়ে যাবার অভিযোগে সরব হয়েছে কলেজে কর্তৃপক্ষ। এদিন অধ্যক্ষ মহাশয় এই বিষয় টি নিয়ে প্রশাসনিক স্তরে পদক্ষেপের আর্জি জানান। পরিশেষে পরিবেশিত হয় বাংলা ব্যান্ড “দোহার” এর মাটির গান। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ছাত্র ছাত্রীরা মেতে ওঠে বাংলা গানের মাদল বাঁশির টানে।
खड़गपुर कॉलेज की 75 वीं वर्षगांठ का आयोजन बीते दिनों कॉलेज परिसर में हुआ। खड़गपुर कॉलेज से इंदा सूर्यसेन चौक तक रैली का आयोजन किया गया।
विद्यासागर विश्वविद्यालय के वाईस चांसलर दीपक कुमार कर ने कॉलेज में झंडारोहण किया। प्रिंसिपल विद्युत कुमार सामंत सहित कॉलेज के छात्र प्रोफेसर, उपस्थित थे।
समारोह में एसडीओ पाटिल योगेश अशोक राव, खड़गपुर ग्रामीण विधायक दीनन रॉय, खड़गपुर सदर विधायक हिरन चट्टोपाध्याय, खड़गपुर के चेयरपर्सन कल्याणी घोष व अन्य उपस्थित थे।
कॉलेज छात्रों द्वारा सांस्कृतिक कार्यक्रम प्रस्तुत किया। कॉलेज के प्रिंसिपल ने वार्षिक रिपोर्ट पढ़ी, जिसमें 75 साल के विभिन्न , प्रगति पर प्रकाश डाला गया। कॉलेज के खेल के मैदान के एक हिस्से पर कब्जा होने का मुद्दा भी उठा।