Site icon Kgp News

दिव्यांगों के लिए ट्रेन सफर को सहज बनाने की मांग पर रेल अधिकारी को सौंपा ज्ञापन ज्ञापन

 

প্রতিবন্ধী দের রেলওয়ে টিকেট কনসেশন কার্ড দেওয়ার পদ্ধতি কে সরলীকরন ও হেনস্থা মুক্ত করা,ট্রেনে প্রতিবন্ধী কামরায় জেনারেল প্যাসেঞ্জের ও রেলওয়ে স্টাফ দের জোর পূর্বক জায়গা দখলের বিরুদ্ধে রেলওয়ে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়ার , বিভিন্ন স্টেশনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা কার্যকরী টিকট কাউন্টার খোলার ও রেলওয়ে পরিষেবা কে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও সুগম করার দাবিতে খড়্গপুর আশাত্তোরণ প্রতিবন্ধী ফাউন্ডেশন ও পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী,পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে খড়গপুর ডি আর এম অফিস ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচি তে খড়গপুর সাব ডিভিশন ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় দুই শত জন প্রতিবন্ধী মানুষ জন যোগদান করেন। কর্মসূচি টি শুরু হয়ে খড়গপুর স্টেশন প্রাঙ্গন থেকে পদযাত্রা করে তারপর ডি আর এম অফিসের নিকট একটি সভার ও আয়োজন করা হয়ে পরবর্তীতে ছয় জনের প্রতিনিধি দল প্রায় দুই শত জনের সাক্ষর করা দাবিপত্র রেলওয়ে সিনিয়র ডি সি এম মহাশয়ে কে জমা দেন। এই কর্মসূচির নেতৃত্ব করেন আশাত্তোরণ প্রতিবন্ধী ফাউন্ডেশন এর সংগঠক বিজয় কুমার বেরা মহাশয় ও পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী,পূর্ব মেদিনীপুরের সভাপতি শ্রীকান্ত মাইতি মহাশয়। এই কর্মসূচিতে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন খড়গপুর বিশিষ্ট সমাজ সেবী অনিল দাস মহাশয়ে। কর্মসূচিতে বক্তব্য রাখেন কানাই লাল দাস , অনিল দাস , বিজয় বেরা , ঝর্ণা আচার্য্য শ্রীকান্ত মাইতি ও অন্যন্য নেতৃত্ব বৃন্দ। সিনিয়র ডি সি এম মহাশয়ে প্রতেকটি দাবি শুনে তড়িৎ সমাধানের আশ্বাস দিয়েছেন। সংগঠন গুলির তরফ থেকে জানান হয়েছে যদি কোনো সুফল না হয়ে তাহলে ভবিষ্যতে আরও বৃহৎতম আন্দোলনে নামা হবে।

Exit mobile version