Site icon Kgp News

रामकृष्ण परमहंस का जन्मदिन मना, भोग वितरण

 

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ শুভ জন্মদিনের তিথি পুজা উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি বাংলা ৮ ই ফাল্গুন খড়গপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি তে মহা সমারোহের সাথে দিনটি উদযাপিত করা হয়।
এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির
সভাপতি শ্রী প্রবীর গাঙ্গুলী মহাশয়, শ্রী শ্যামল রঞ্জন ঘোষ ( সম্পাদক), রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ড়ঃ শতদল ব্যানার্জী, শ্রী সৈকত সাঁতারা মহাশয় এবং কার্যকরী সমিতির সকল সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই আনন্দ অনুষ্ঠানে প্রায় ৫,০০০ ( পাঁচ হাজার) ভক্তবৃন্দ কে প্রসাদ বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে যে সকল ভক্তবৃন্দ সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন তাহাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
ঠাকুরের কৃপা সবার উপর বর্ষিত হোক
খড়্গপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির সকল ভক্তবৃন্d.

खड़कपुर रामकृष्ण विवेकानंद सोसाइटी में रामकृष्ण परमहंस का 188 वां  जन्मदिन मनाया गया इस अवसर पर विशेष पूजा अर्चना की गई व भोग वितरण किया गया जिसमें  हजारों लोग शामिल हुए। इस अवसर पर सोसायटी के सचिव श्यामल रंजन घोष  सभापति प्रबिर गांगुली, शतदल  बनर्जी, चंद्रा विश्वास व अन्य लोग उपस्थित  थे।

Exit mobile version