খড়গপুর পৌরসভার১১নম্বর ওয়ার্ডে মালঞ্চ শক্তি সংঘের উদ্যোগে জনসেবক এই ক্লাবের ফাউন্ডার মেম্বার স্বর্গীয় রঞ্জিত বসুর স্মরণে প্রথম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।এই সংঘের সম্পাদক শ্রী রূপেশ বসু জানালেন 55 জন রক্তদান করেন। এর মধ্যে 50 জন পুরুষ ও 5 জন মহিলা রক্তদান করেন।বুস্টার ডোজ নেবার জন্য ও নানা কারনে অনেক রক্তদান করতে পারে নি।রক্ত সংগ্রহ করে খড়গপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক।সম্পাদক রূপেশ বসু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আগামী বছর আমাদের লক্ষ্য 101ইউনিট।এই ব্লাড ডোনেশন ক্যাম্প কে কেন্দ্র করে এলাকায় উৎসবের চেহারা নেয়।এই ক্যাম্প এ উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সুপার ডাক্তার উত্তম মান্ডি,খড়গপুর বইমেলার সম্পাদক শ্রী দেবাশিস চৌধুরী,জেলা পরিষদের শ্রী শৈবাল গিরি,বিশিষ্ট সমাসেবক শ্রী দীপক দাশগুপ্ত,cauncillors শ্রী ও হরিশ কুমার,শ্রীঅপূর্ব ঘোষ,শ্রীমতী পারমিতা ঘোষ,শ্রীমতি রিতা শর্মা।সম্পাদক রূপেশ বসু বলেন যারা আমাকে আর ক্যাম্প করার জন্য সব সময় সাহায্য করেছেন সন্মানীয় ত্রিপাঠি ব্যানার্জী,শ্রীবিজন লাল দও ও শ্রী সজীব মুখার্জি।
मलिंचा शक्ति संघ की ओर से रंजीत बसु की स्मृति में रक्तदान आयोजित, 55 युनिट रक्त संग्रहित
खड़गपुर, मलिंचा शक्ति संघ की ओर से रंजीत बसु की स्मृति में क्लब परिसर में प्रथम रक्तदान का आयोजन किया गया था जिसमें कुल 55 युनिट रक्त संग्रहित किया गया। क्लब सचिव रुपेश बसु ने कहा कि अगले वर्ष 101 युनिट रक्तदा संग्रह का लक्ष्य रखा गया है। इस अवसर पर खड़गपुर ग्रामीण थाना प्रभारी मो आसिफ सनी, खड़गपुर महकमा अस्पताल अधीक्षक उत्तम मांडी, देबाशीष चौधरी, शैवाल गिरि, दीपक दास गुप्ता, बी हरीश, परमिता घोष, रीता शर्मा, बिजन लाल दत्ता व अन्य उपस्थित थे।