Site icon

वेतन नियमित करने की मांग को लेकर आशाकर्मियों ने किया सीएमओएच कार्यालय का घेराव, मांगें न माने जाने पर 3 अगस्त से हड़ताल पर जाने की दी धमकी

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবাংলা জুড়ে cmoh দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল। পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লক থেকে সহস্রাধিক এর উপর আশা কর্মী মেদিনীপুর বাজ টাউন মাঠ থেকে মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে পথ অবরোধ করে। এই বিক্ষোভ অবরোধে আশা কর্মীদের ইনসেন্টিপের টাক আট ভাগে দেওয়ার নির্দেশের প্রতিলিপি জেলা সম্পাদিকা পাপিয়া অধিকারী অগ্নিসংযোগ করে। সবাই হাতে হাত রেখে আগামী দিনে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।এই বিক্ষোভমিছিল সি এম ও এইচ দপ্তরকে প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধ করে রাখে। ১৩ দফা দাবি আদায় না হলে আগামী 3 রা আগস্ট থেকে পশ্চিম বাংলা জুড়ে কর্মবিরতি পালন করা হবে। জেলা সম্পাদিকা পাপিয়া অধিকারী নেতৃত্বে একদল প্রতিনিধি সি এম ও এইচ এর নিকট দাবি পত্র তুলে দেন। এবং জানানো হয় গত এপ্রিল মাস থেকে এই ৮ ভাগের টাকা একভাবে দেওয়ার প্রতিশ্রুতি স্বাস্থ্য দপ্তর দিয়েছিল। স্বাস্থ্য দপ্তর এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন নি। Cmoh জানান দু’মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ আগামী তেসরা আগস্ট থেকে পশ্চিমবাংলা ব্যাপী কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন এআই ইউ টিইউসি জেলা সম্পাদক পূর্ণচন্দ্র বেরা ও জেলা নেতা দীনেশ মেকআপ।

West Bengal Asha Karmi Union AITUC affiliated c moh office siege program was held across West Bengal. Over 1000 Asha activists from 21 blocks of West Midnipur district marched from Midnipur Baj Town ground and blocked the road in front of the District Magistrate’s office. District Sampadika Papia Adhikari set fire to the copy of the order to pay the Incentives in eight installments to the Asha workers in the blockade of the protest. All joined hands and committed to build a long-lasting movement in the coming days. The protest march blocked the CMOH office for almost two hours. If the 13-point demand is not met, a strike will be observed across West Bengal from August 3. A group of representatives led by Zilla Sampadika Papia Adhikari handed over the demand letter to CMOH. And it is reported that the health department promised to pay this 8% of money in one go from last April. The health department could not keep this promise. Cmoh said the problem would be resolved within two months. Meanwhile, the leaders of the West Bengal Asha Karmi Union have called for a strike across West Bengal from August 13. AIUTUC District Secretary Purnachandra Bera was also present
. And district leader Dinesh Makeup.
from the field

Exit mobile version