पुलिस , स्वास्थ्यकर्मी व विज्ञान मंच के लोगों ने भी मनाया विश्व पर्यावरण दिवस, लगाए पौधे

 

To observe the World Environment Day, today a tree plantation program was organized at Kgp Local PS campus and Chowrangee. Rana Mukherjre Addl SP kgp, Dipak Sarkar SDPO, Kgp and CI Kgp  participated in the programme and were pleased to plant some saplings of different species.On the other hand a tree plantation prog was done in kgp t campus.

railway health dept planted saplings in main hospital

World environment day 2022 celebrated by Kharagpur Railway medical department south eastern Railway in Divisional Railway hospital garden kgp by tree plantation.
CMS  Dr S K BEHRA ACMS (Administration) R k behra ,CHI In charge. Abhijit Moitra sir , Nursing superintendent Roma di ,Mansi di ,Rajo shree di, chief Health inspector S k Arya and jagannath (south middle) , somnath Mahato( Lns east) , Munna Gautam (south east ) , asutosh rai (mkt), Wasim Khan (Rly hospital), Arvind Mondal(lws), Amit kumar (NTS), Abhinesh kumar sharma Railway market golebazar kgp were present on the occasion.

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিম মেদিনীপুর জেলা অফিস থেকে আপনাদের প্রকাশের জন্য পাঠানো হলো


৫-ই জুন,রবিবার বিশ্ব পরিবেশ দিবসে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিজ্ঞান ক্লাব এর পক্ষ থেকে পার্থেনিয়াম উচ্ছেদ, বৃক্ষ রোপন এবং পরিবেশ ও সমাজ সচেতনতা সম্পর্কে কর্মসূচী হয়। মেদিনীপুর শহরে কলেজ ময়দান, খড়্গপুরের বড়াডিহা অঞ্চল, খড়্গপুর IIT, বেলদা,কেশিয়াড়ি দাঁতন,নারায়ণগড়, জাহালদা চন্দ্রকোনা,পিংলা, সবং সহ জেলার সর্বত্র দিনটিতে কর্মসূচী গুলি হয়। মেদিনীপুর শহরে বক্তব্য রাখেন সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং শিক্ষক তপন দাস, চন্দ্রকোনাতে জেলা শাখার কোষাধ্যক্ষ তন্ময় মাইতি পার্থেনিয়মে ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন।বেলদাতে অধ্যাপক বাসুদেব ধাড়া পরিবেশ বান্ধব সেমিনারে ছাত্রছাত্রীদের সচেতন করেন। কর্মসূচীর পাশাপাশি জেলা শাখার সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর ঘাঁটা, পরিবেশ ধ্বংসকারী সকল নীতি ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী মুনাফা গোষ্ঠীর যথেচ্ছ প্রাকৃতিক সম্পদের ব্যবহারের প্রতিবাদ জানান এবং সর্বস্তরের মানুষকে পরবর্তী, পরিবেশ ও সমাজ আন্দোলনে এবং সপ্তাহ জুড়ে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণে আহ্বান জানান।

Exit mobile version