Site icon Kgp News

ममता बनर्जी को 24 में प्रधानमंत्री बनाने के उद्देश्य से फेम गठित, सोशल मीडिया के माध्यम से प्रचार करेंगे फैम से जुड़े लोग

মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে ফ্যামের মিটিং

উপস্থিত ছিলেন ফ্যামের রাজ্য সভাপতি মাননীয় রীতম প্রামাণিক, মেদিনীপুর জেলার অবজারভার শান্তুনু বোস, ফ্যাম কমিউনিটি সোশ্যাল মিডিয়ার মেদিনীপুর জেলার সভাপতি বিশ্বনাথ মিদ্দা, ফ্যামের মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক অদ্বৈত চন্দ, ফ্যামের মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর বরুন কান্তি মন্ডল, ফ্যাম ফাউন্ডার সৌরভ দাস।
“আমি দূর্জয়-আমি দূর্বার-আমি অকুতোভয়, আমি সাহসী,সৈনিক”_____এইভাবেই ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দিয়ে #মমতা_বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ থেকে বিচ্যুত না হয়ে মানুষের দুঃখ-দুর্দশা, শোষণ-বঞ্চনা, ক্ষোভ-যন্ত্রণার অধিকার আদায়ের সংগ্রামে কখনো FAM এর সদস্যরা পিছপা হয় নি,হবেও না।সাবলীল, সহজ-সরল ভঙ্গিমায় ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কোন মানুষকে অতি সহজেই আপন করে প্রত্যেকের কল্যাণে নিজেকে নিরলস নিবেদন করেছেন আমাদের নেত্রী। তাই ২০২৪ সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী করতে FAM এর সভা ।


রণাঙ্গনে বিজয়ী FAM এর যোদ্ধারা নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেতনায় উজ্জীবিত মানুষের আশা-আকাম্খা-স্বপ্নের কথা সফল ও দৃঢতার সঙ্গে প্রকাশ করে চলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।দমে যাননি, আপোস করেননি কোন অশুভ শক্তির কাছে। সাহসী, উদ্যমী, সৃজনশীল এই যোদ্ধারা বেঁচে থাকলে উপকৃত হবে সাধারণ মানুষ। বীরত্ব ও সৃষ্টিশীল কর্মে এই সাহসী যোদ্ধারা বেঁচে থাকবেন সবার মাঝে। আজ মেদিনীপুরের বিদ্যাসাগর হলে উপস্থিত হয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মাননীয় #দেবাংশু_ভট্টাচার্য ওনার মূল্যবান বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪ শে প্রধানমন্ত্রী করার সপক্ষে যুক্তিসঙ্গত তথ্য তুলে ধরেন। মঞ্চে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় #অজিত_মাইতি মহাশয়, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুজয় হাজরা মহাশয়, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আশীষ হুদাইত মহাশয়, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সন্দীপ সিংহ মহাশয়, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয়া কল্পনা সীট মহাশয়া, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মাননীয় শৈবাল গিরি মহাশয়, পঃ মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া উত্তরা সিংহ হাজরা মহাশয়া, ছাড়াও একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

ममता बनर्जी को 24 में प्रधानमंत्री बनाने के उद्देश्य से फैम नामक संस्था का गठन किया गया है (Fearless All India Trinmul Congress Member) फीयरलेस ऑल इंडिया तृणमूल कांग्रेस मेम्बर यानि फैम सोशल मीडिया के माध्यम से ममता बनर्जी को प्रधानमंत्री बनाने के लिए प्रचार करेगी यह बात फेम के जिला कोआर्डिनेटर बरुण मण्डल ने कही. ज्ञात हो कि मेदनीपुर में रविवार को फैम की बैठक आयोजित की गई थी जिसने टीएमआईसी नेता व खेला होबे नारा के जनक  देबांशु भट्टाचार्य ने ममता बनर्जी को प्रधानमंत्री बनाने के लिए एकजुट होकर कार्य करने को कहा उन्होंने राज्य सरकार की विकास योजनाओं को लोगों तक पहुंचाने पर जोर दिया । इस अवसर पर टीएमसी के जिला सभापति सुजय हाजरा, अजित माईति व अन्य उपस्थित थे।

Exit mobile version