बालू गाड़ी की चपेट में आने से बदन राउत नामक 62 वर्षीय वृद्धा की मौत घटनास्थल में हो गई। दुर्घटना के बाद भागते समय बालू गाड़ी एक पेड़ से टकरा गया जिसके बाद ड्राइवर व खलासी फरार हो गया पुलिस वाहन जब्त कर मामले की जांच कर रही है। उक्त घटना खड़गपुर अनुमंडल के केशियारी थाना इलाके में घटी।
কেশিয়াড়ি তে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, বালি গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা ।
বুধবার সন্ধ্যা 6 টা 30 মিনিট নাগাদ কেশিয়াড়ি থেকে কুলবনি যাওয়ার রাস্তায় নাপো গ্রামের কাছে বালিগাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা , মৃতার নাম বদন রাউত বয়স 62 বছর , উনি নাপো গ্রামের বাসিন্দা, উনার স্বামীর নাম গোবর্ধন রাউত ।
স্থানীয় সূত্রে জানা গেছে কেশিয়াড়ি দিক থেকে কুলবনী দিকে যাচ্ছিল ওই বালি গাড়িটি , নাপো গ্রামের কাছে ওই মহিলাকে ধাক্কা দিয়ে পালানোর পথে বেশ কিছুদূর গিয়ে একটি গাছে ধাক্কা মেরে চালক এবং খালাসী পালিয়ে যায় ।
দুর্ঘটনার পরে স্থানীয় মানুষদের বিক্ষোভের জেরে প্রায় দু’ঘণ্টা কেশিয়াড়ি থেকে কুলবনী যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে , পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল শুরু করে । কেশিয়াড়িতে বারবার বালি গাড়ির ধাক্কায় মানুষের জীবনহানীর ঘটনায় উদ্বিগ্ন মানুষ।