Site icon Kgp News

বড় সাফল্য খড়গপুর টাউন পুলিশের।জানা যায় মঙ্গলবার রাত প্রায় ১২ টা ২৫ মিনিট নাদাগ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মথুরাকাটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ ৫জন ডাকাতকে গ্রেপ্তার করে খড়গপুর টাউন পুলিশ।ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয় লোডেড আমান্স, ভোজালি, লোহার রড,চেন ও নম্বর প্লেট বিহীন একটি বাইক।
জানা যায় ৫ জন ডাকাতের নাম- রাহুল শর্মা ছদ্দ নাম (সের খান) বয়স-20 বাড়ি-ভগবানপুর. গুরু পিত সিং ছদ্দ নাম-(চোর রাজা) বয়স-24 বাড়ি-নিমপুরা.  শেখ শহীদ ছদ্দ নাম-(টিনা কাঁচ)
বয়স-32 বাড়ি-নিউ বাস স্ট্যান্ড, শংকর শর্মা
ছদ্দ নাম-(সোনু) বয়স-30 বাড়ি-মালঞ্চ রোড, শেখ আরশাদ আলী, ছদ্দ নাম-(নানু) বয়স-25
বাড়ি-বালু বস্তি)

Exit mobile version