kharagpur, Malancha super market Byabsaee Samity 3rd year voluntary blood donation camp…total donars 22 (female 2) samity president mrs Hema
choube..secratray Tanmoy roy samity members & others were present on the occasion.
খড়গপুর শহরের অর্ধেক অংশ প্রতি বৃষ্টিতে জলে ডুবে যাচ্ছে। তাই আমরা বামপন্থী-খড়গপুর উদ্যোগে জল নিকাশী ব্যবস্থার উন্নতির দাবিতে আজ গণ কনভেনশন অনুষ্ঠিত হলো মালঞ্চা জৈন ভবনে। জল নিকাশীর জন্য IIT, রেল, পৌরসভা,NH-6, MKDA কতৃপক্ষ কে নিয়ে দ্রুত মাষ্টার প্ল্যান গড়ে জল নিকাশীর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং পরিস্কার পানীয় জলের দাবিতে কনভেনশনে আলোচনা হয়। কয়েকশো মানুষের উপস্থিতিতে আজকের এই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় যে- খড়গপুর শহর জুড়ে নিকাশী ব্যবস্থার উন্নতির জন্য প্রচার করা, এবং খড়গপুরবাসীর থেকে সই সংগ্ৰহ করে জেলা ও শহরের প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আবেদন করা হবে।
আজকের এই কনভেনশনে উপস্থিত ছিলেন আমরা বামপন্থীর কনভেনর–কম:অনিল দাস, কম:মনোজ ধর, কম:প্রহ্লাদ পোদ্দার, এবং খড়গপুরের ক্ষতিগ্রস্ত এলাকার আইনজীবী দেবাশীষ পান্ডে, এবং আরো অনেকেই।Delivered Lecture on First-Aid, Basic Life support and demonstration on Hands only CPR,AED, Rescue Technics, Bandages training to 200 Male & Female warders during Basic training of Correctional Services,West Bengal
at Correctional Training Institute, Midnapore on 25.10.2021 by St. John Ambulance India Brigade wing, Kharagpur Division.
Thanks to West Bengal, Correctional Services authority and authority of Midnapore, Correctional Training Institute , Trainees.